প্রকাশ: ৩০ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম করোনা ভাইরাসের কারনে কাজে না গিয়ে বাড়িতে অবস্থান করা ইউনিয়নের দুঃস্থ ও দিনমজুরদের বাড়িতে বাড়িতে ব্যক্তি উদ্যোগে চাল পৌছে দিয়েছেন।
সোমবার ইউনিয়নের উত্তর ও দক্ষিণ কয়ারপাড়া, লস্কারপুর, বেড়গোবিন্দপুর, মস্যমপুর, দিঘলসিংহা, মন্মথপুর গ্রামের দুঃস্থ ও দিনমজুর পরিবারে তিনি পরিবার প্রতি আট কেজি করে ১২৫ পরিবারে এই চাল পৌছে দেন।
চৌগাছা সদর ইউনিয়নটি উপজেলার আয়তনে সবথেকে ছোট হলেও ইউনিয়নে দিনমজুর ও দুঃস্থ জনসংখ্যা বেশি। মৎসজীবি, ঋষি ছাড়াও দিনমজুরের বাস ইউনিয়নের বেশিরভাগ গ্রামে।
চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন সরকারিভাবে ৮০ টি পরিবারে দেয়ার জন্য খাদ্য পাওয়া গেছে। সেগুলো বন্টনের পরও আমার ইউনিয়নে অনেক দিনমজুর যারা করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়েছেন তাদের জন্য নিজের সামর্থ অনুযায়ী সামান্য কিছু খাবার ইউনিয়নের দুঃস্থ ও দিন মজুরের মধ্যে বিতরণ করেছি। সবার প্রতি আহবান জানাই সামর্থ অনুযায়ী এই বিপদের দিন অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য।