করোনা আতঙ্কের মধ্যেই চলছে ফুটবল


প্রকাশ: ৩১ মার্চ, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


করোনা আতঙ্কের মধ্যেই চলছে ফুটবল

বিশেষ প্রতিনিধি : করোনাভাইরাসের প্রভাবে ভয়াবহ বিপর্যয় দেখছে সারাবিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রীড়া-জগতেও। এমন আতঙ্কের মধ্যেও চলছে বেলারুশ ও নিকারাগুয়া প্রিমিয়ার লীগ।

গত ডিসেম্বর থেকে চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে কাঁপছে পুরো বিশ্ব। প্রতিনিয়ত বেড়েই চলছে আক্রান্ত ও নিহতের সংখ্যা। আক্রান্ত হয়েছে কয়েকজন ফুটবলার।

পরিস্থিতি মোকাবেলায় বিশ্বকাপ বাছাই পর্ব সহ সবধরনের ইভেন্ট স্থগিত করে দেয় ফিফা। তাদের দেখানো পথে হাঁটে বিশ্বের নামীদামী লীগ কতৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য লীগ বন্ধের ঘোষণা দেয়। তবে এর উল্টোটাও দেখছে বিশ্ব।

আতঙ্কের মধ্যেই চলছে বেলারুশ প্রিমিয়ার লীগ। গত শনিবার ডাইনামো মিনস্ক ও এফসি মিনস্কের মধ্যকার ম্যাচ দেখতে গ্যালারীতে উপস্থিত হয়েছিল কয়েক হাজার দর্শক। দেশটিতে গতকাল পর্যন্ত ৯৪ জন করোনায় আক্রান্ত হয়। তবে এখন পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেনি।

অন্যদিকে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া চালিয়ে যাচ্ছে প্রিমিয়ার লীগ। করোনা আতঙ্কের মধ্যেও চলছে ফুটবল খেলা। এপর্যন্ত দেশটিতে চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেন।